সেদিন এসেছিলে, রজনীগন্ধার স্নিগ্ধ সুবাস নিয়ে,
বসেছিলে পাশে দূরত্বের চমকিত মৃদু বাতায়নে।
মিষ্টি গোলাপ ফুলটা তুলে রেখেছিলাম সযতনে,
দেবো তোমায় ভেবেছিলাম, দুটি হাতের বন্ধনে।
মেলেনি আঁখি আঁধারে, ঝলসিত তারাদের অরণ্যে,
পাইনি ছোঁয়া অনিমেষে মিষ্টি নিবিড় আলিঙ্গনে।
রঙিন ফুল পরীদের মাঝে আমি ছিলাম, নিতান্তই
সামান্য ।
আটপৌরে শেকলে বাঁধা আছে অবশ্যই ।
ব্যথিত হৃদয় অরণ্য রোদন,পোড়ানো দহন সমীরণে,
উত্তপ্ত ঝলসানো পোড়া মাটির টেরাকোটার আবরণে।
অব্যক্ত বেদনার প্রষ্ফুটিত সদ্য গোলাপের মতো,
সবকিছুই ছিলো অটুট, পুরনো ভাস্ককর্যের মতো ক্ষত।
তীব্র মনের বাসনার আকাঙ্খিত ঝাপটা বয়েছিলো,
দখিনা বাতাস দুয়ারে, জ্বলন্ত সিগারেটের ছাইতুল্য।ক্ষণে ক্ষণে ঊদাসীন নিস্তব্ধ আনন্দের শিহরণ,
জেগেছিলো পুলকিত অচৈতন্য মনের দীপ্ত ইন্ধন।হৃদয়াকাশে এঁকেছিলো স্বর্ণালী সন্ধ্যার চিত্তের ক্রন্দন
বাঁশির মূর্ছনা বয়েছিলো প্রষ্ফুটিত গোলাপের আচ্ছাদন ।