সোমবার, অক্টোবর ১৬, ২০১৭ ৮:২৪ পূর্বাহ্ণ
পল্লব গোস্বামী
আজ আবার খুব করে রোদ পোড়াবো আমি;
এর দেওয়ালে হিসি করবো,
ওর দেওয়ালে ছুঁড়ে মারবো হরপ্পার চাঁদ।
কব্জি ডোবানো..
উষ্ণ-প্রস্রবণ তুলে আনবো কুমারীর বুক থেকে।
বন্ধুদের সাথে খিস্তি করবো
প্রেমিকাকে নিয়ে গাঁজাখুরি গল্প খুঁজবো বহুরাত।
যতটুকু হাঁটা পথ –
তার থেকেও বেশি ছুটে যাবো ধান-সায়রের পাড় বরাবর।
আলব্রাটসের মতো ডানা মেলে দেব,
বাকিটুকু চকলেট-জলে।
আজ, যা হবার হয়ে যাক…
যেভাবেই হোক;
অন্তত, কয়েক পশলা বৃষ্টি
রেখে যেতে চাই-
প্রিয় শহরের নামে।