অকথ্য কিছু শব্দ এইযে তুমি হ্যাঁ, তোমাকেই বলছি গহীনে কান পাতো কিছু শব্দ শুনতে পাচ্ছো কি? যদি ভেবে থাকো সামান্য – ভুল। এই শব্দে রয়েছে গাঢ় নীলরং,তাজা কিছু রক্তকবরী কিছু অভিশপ্ত গানে মূর্ছা যাওয়ার মতোই করুণ সুর, আছে অতৃপ্ত আত্মায় […]
অকথ্য কিছু শব্দ এইযে তুমি হ্যাঁ, তোমাকেই বলছি গহীনে কান পাতো কিছু শব্দ শুনতে পাচ্ছো কি? যদি ভেবে থাকো সামান্য – ভুল। এই শব্দে রয়েছে গাঢ় নীলরং,তাজা কিছু রক্তকবরী কিছু অভিশপ্ত গানে মূর্ছা যাওয়ার মতোই করুণ সুর, আছে অতৃপ্ত আত্মায় […]
প্রতিদিনকার মলিনতায় শক্ত মুঠোয় কে যেন অন্তরটাকে নিংড়ে নিচ্ছে। অনুভবের বিষপাত্রে ঝলসানো ভাবনা ক্রমেই পুড়িয়ে মারছে একটা স্বপ্নকে। স্বপ্নটা ঘুমাতুর চোখের কম্পনে আসে না- ক্লান্ত হৃৎপিণ্ডের গুহায় নিতান্তই চোরের মত ভীতু বিহ্বল হয়ে ঢোকে। মেঘের মত হামাগুড়ি দিয়ে […]
অধিকার যেন লুটের কম্বল! এমনই এক সভ্যতার পেট গিলে গিলে খায় আশার সমস্ত কচুরিপানা, জীবনের মুক্ত স্রোত-কচু পাতার জল যেন ক্ষণিক হাওয়ার ছোঁয়া লেগেই পতনের শেষ ধাপ। তবুও ভেঁজা জল পাট্টির আলতো ছাপচিত্র নক্ষত্রের গায়ে ক্ষত চিহ্নরূপে এঁটে থাকে। বাসী […]
আমার দুহাতের অাঙুল গলে ঝুরঝুর করে মাটি ঝরে পড়ে আমার মৃত প্রেমের ওপর আমার চোখ হয়ে গেছে রক্ত জমে পাথর, আমার বুক হয়ে গেছে কষ্ট জমে কবর। মেঘে মেঘে ব্যথাতুর আগুন লেগে ক্ষুধার চোখে রক্ত ঝরে; বাউলা ক্ষুধার অরণ্য পটপট […]
তুমি কবে ফিরবে ? সেই কবে ছুটি নিয়ে চলে গেলে আর ফিরলে না ! সম্বলহীন হৃদয়ে তুমি তো অবলম্বন। আমার হৃদয়ের দস্তাবেজ গুলো তো সব তোমার নামে, তোমায় তো দেখতে চেয়েছিলাম চূড়ার শীর্ষে। তবে ততটা র্শীষে নয়, যেখানে তুমি অদৃশ্য […]