Home / কবিতা / অদৃশ্যতে তোমার তৃষ্ণা।। আল ইমরান

অদৃশ্যতে তোমার তৃষ্ণা।। আল ইমরান

রাতের ঘুটঘুটে অন্ধকারে
তোমার পায়ের আওয়াজ বাজে আমার কানে
চোখের তারায় মিতালী করে শিল্পিত কদমের জলছাপ
অশ্রুতে লেগে আছে তোমার ব্যথার সোনালি ছাপ!

শৈল্পিক মুগ্ধতায় বিভোর হই তোমাতে,
বিন্দু বিন্দু প্রেমে
শিশিরে ভেজা অভিমানে
আহ্লাদে লাল রক্তিম কপোল রঙে,
তখন তুমি হয়ে ওঠো আমার অঞ্জলির ঠাকুরঘর
বেল পাতা আর ফুলে সাজানো কাসার ঘটি
সদ্য তোলা পুজার ফুল,
অথবা পুজার ছলে স্নান সেরে আসা কুমারী!

তোমাকে দেখার প্রতিক্ষায় প্রহর গুনি
নানান ছলে
কষ্টের রিপুগুলো সংগোপনে গুঁজে নিই বুকের গহীনে
তৃষ্ণার পিয়ালায় চুমুক দিই,
চোখ তুলে তাকাই
অগ্র পশ্চাৎ,ডান বামে
নিখিল আকাশে,মৃত্তিকায়
সময়ের সাথে পাল্লা দিয়ে
শুধু তৃষ্ণা বাড়ে,
শুধুই তৃষ্ণা বাড়ে
তোমাকে স্পর্শের তৃষ্ণা আমার!!

Hits: 19

About সাহিত্যপুরী

Check Also

Kobita

একগুচ্ছ  ভালোবাসার কবিতা ।। গীতা রায়

কবি গীতা রায়ের সেরা ভালোবাসার পঞ্চ কবিতা। জীবনযুদ্ধে ভালোবাসায় প্রাপ্তি, মান-অভিমান, বিচ্ছেদ ও  বিরহ-ব্যাথার অনবদ্য …

%d bloggers like this: