Home / কবিতা / একগুচ্ছ কবিতা।। মাহমুদ নোমান।। ঈদ সংখ্যা ২০১৮

একগুচ্ছ কবিতা।। মাহমুদ নোমান।। ঈদ সংখ্যা ২০১৮

নিদানকালে

একদিন জাহাজে উঠে সমুদ্রে চলে যাবো
খুব গভীর, ভারী জলস্রোতে
ধাক্কা খেতে খেতে
শিখে নেবো অশ্রুর বিবিধ অনুবাদ;
দেয়ানসির নাড়ানাড়িতে আম ঝরে যাবে
পুরনো টিনের চালে,
ভেঙে যাবে ঘুমের কাঠের পালংক
কলহপ্রিয় গেন্দাফুলের গাছটি…

প্রেয়সীর প্রসব বেদনার দিনে
আমার আর ফেরা হবে না

 

পোড়ামন

উনুনে যখন ভাত ফুটাবে
তরকারী চা- রাঁধবে
ননদীর ঢঙ- মশকরার
বেআবরু কথালাপে
তুমি হাসলে,
আগুনের ঝিলকেয়্ দেখো —
দেখবে আমার মুখাবয়ব;
কান্নার রোলে আগুন
উপরে উঠে যাচ্ছে
এবং আমিও।

 

অসুখ-বিসুখ

টাকি মাছের নাড়ানিতে বিলের জল ঘোলা
মিথ্যে বলো না –
শাপলা তুলতে গিয়ে হেঁটে গিয়েছো
সূর্য ডিম ভাঙা হলে
আর অন্ধকারে পায়ের গোড়ালিতে
জোঁকে রক্ত চুষছে
তাও জানলে না!

Hits: 29

About সাহিত্যপুরী

Check Also

Kobita

একগুচ্ছ  ভালোবাসার কবিতা ।। গীতা রায়

কবি গীতা রায়ের সেরা ভালোবাসার পঞ্চ কবিতা। জীবনযুদ্ধে ভালোবাসায় প্রাপ্তি, মান-অভিমান, বিচ্ছেদ ও  বিরহ-ব্যাথার অনবদ্য …