তোর জন্যে আমি পদ্মের গোলাপী নিঃশ্বাস হতে পারি,
বুকের ক্ষততেও হলুদ চন্দনের প্রলেপ হবো…
যদি তুই আমার একলা নদীকে স্রোতসাগরে ফিরিয়ে দিস।
কৃষ্ণচূড়ার বনে নির্দ্বিধায় প্রেমের আগুন নেভাবো,
আমায় যদি না চিনিস বৃষ্টির আবাল্য ছাটে।
কথাকলি মন আমার,তোর চোখের শাওনে মুখরা…
কতো না রাত জড়িয়েছি তোকে স্বপ্নের রাজ্যপাটে।
চাঁদ ডোবা ভোরে আমি কাঁদছি কেনো?
শিশিরের স্নানে বিরহী গানটি গেয়ে…
আলোর সমুদ্দুরে তোকে হারানোর ভয়ে যেনো।
অনেকটা চাহিদার জোর নেই আমার আকাশে,
বারবার মেঘলা মায়া রোদকে ভাসায়…
কোন দূরবর্তী কিনারার অবিরথ হুতাশে।
রামধনু রঙ সাজিয়ে, তাও তোকে ডাকি,
নির্লোভ প্রেমের নকশাকাটা ছবি হতে…
অবাধ আদর সুখ,সূর্যের ঘরে মাখি।
তোর জন্যে একটা অন্য জন্ম নিতে পারি,
চেনা গন্ডির সব পরিধিকে ছাড়িয়ে…
তোর আমার,একাত্ম অনুভবটিই,সুন্দর ভারী!