Home / কবিতা / কালো ছেলেটা

কালো ছেলেটা

কবিতা বন্দ্যোপাধ্যায়
সেই যে কালো ছেলেটা–
যার কথা তোমাকে আজ বলবো ভেবেছি …
জানো , সে আর ফেরেনি ।
ছেলেটার নাম কি ছিল তাতে কি আসে যায়…
অমল , বিমল , কমল অথবা স্বপন !
ছেলেটা কালো ছিল, বড্ড ভালো ছিলো।
আমার ক্লাসেই সে পড়তো ,
লক্ষ্য করেছি পড়াশোনার ফাঁকে ফাঁকে
আমাকেই ,শুধু আমাকেই দেখতো।
কালো রঙে যে আমার ঘেন্না
জানতো বোধহয় ,
তাই সামনে বড় একটা আসতো না।
কিন্তু সেবার নদীর পাড়-ভাঙা দেখতে গিয়ে
আমি যখন প্রায় তলিয়ে যাচ্ছিলাম
দুটো কালো হাত ই আমাকে ফেরালো।
তবে আমি কেন এমন করলাম ?
জানতাম কাকেরা ঠোকর মারে…
তবু একটা কাকের ছানা চাইলাম !
অবাক হয়ে দেখলো,
তারপর গাছে উঠে কাকের বাসায় হাত দিতেই
কাকেদের বিশাল চিৎকার…
একটা শব্দ ! দেখলাম কালো নেই সে আর
রঙিন হয়েছে রক্তে…
না পারার যন্ত্রনা চোখে আর ঠোঁটে।
অনেক রাতে খবর এলো হাসপাতাল থেকে–
গেছে সে অন্য দেশে
ফরসা হয়ে জন্ম নেবে বলে।

Hits: 6

About সাহিত্যপুরী

Check Also

Kobita

একগুচ্ছ  ভালোবাসার কবিতা ।। গীতা রায়

কবি গীতা রায়ের সেরা ভালোবাসার পঞ্চ কবিতা। জীবনযুদ্ধে ভালোবাসায় প্রাপ্তি, মান-অভিমান, বিচ্ছেদ ও  বিরহ-ব্যাথার অনবদ্য …

%d bloggers like this: