Home / কবিতা / খণ্ডিত সামিয়ানা।। সন্দীপ পিপলাই

খণ্ডিত সামিয়ানা।। সন্দীপ পিপলাই

আলোর সাথে বোঝাপড়া গেছে চুকে
গভীর অন্ধকার জীবন
ধুঁকে মরা,পাঁজর ক্ষতবিক্ষত।

একফোঁটা সুখের পানি আসমানী রূপকথা।
ছিবড়ে হওয়া মানবতা—উত্সর্গীত অনুভব।
শাসন চলছে অরাজকতা ধুচ্ছে মুখ,
পুরু কোটিং শ্মশানের জলন্ত ছাই।
ইসস্ চুপ বড় উজ্জল বাঙ্গলার মুখ।

মান ,জ্ঞান ,ধর্ম ,সমাজ
সবই লিখিত পোস্টার,নির্বাক শিক্ষার পরিহাস।
ভোগ লোভ আসল কথা,নারকীয় সহবাস!
ভোগের প্রসাদ ,উন্মাদ প্রতিফল।

ফাগুন রাঙ্গানো স্মৃতির সমীরণে
চোখের পাতায় বীভৎস নীল কারাগার।
মনের মাঝে শয়তান,ভোগের গুলশান ।
শরীর লেপ্টে শুধুই বিষ্ঠা।
গোরস্থানের নৈতিক নিষ্ঠা।

এক্কা দোক্কা সরল অঙ্ক ,শৈশব তার-ছেঁড়া গিটার
বেসুরো ভাঙ্গাচোরা সড়্গম।
ঘুমাতে চাই চিরনিদ্রায়
আলোর পথ এঁকে যেতে যেতে হবো রূপকথা॥

Hits: 22

About সাহিত্যপুরী

Check Also

Kobita

একগুচ্ছ  ভালোবাসার কবিতা ।। গীতা রায়

কবি গীতা রায়ের সেরা ভালোবাসার পঞ্চ কবিতা। জীবনযুদ্ধে ভালোবাসায় প্রাপ্তি, মান-অভিমান, বিচ্ছেদ ও  বিরহ-ব্যাথার অনবদ্য …