ছড়াকে তো কতভাবে দেখা যায়
খুশিমত লেখা যায়,
তাই একে হেয় ভেবে ঠেকা দায়
সকলের ঊর্ধ্বে সে একা ধায়।
ছড়া লিখে ছড়াকার হারে না
যদি ছড়া গতিশীল,
শব্দেরও অতি মিল
এই কাজ সকলে তো পারে না।
গল্প বা নভেল ও প্রবন্ধ,
ছড়াদের সাথে রাখে দ্বন্দ্ব।
আরও আছে- যেমন, নিবন্ধ,
কেউ সেথা পাবে না তো ছন্দ?
কথা-গান-কবিতা ও নাটকের?
এসবের মতিগতি
দাড়ি কমা যতি অতি
ছোঁয়া ঠিক পায়-পাবে আটকের।
ছড়া মানে গান আর কবিতা,
গান আর কবিতারা
ছন্দের ছবি ছাড়া
ছড়া নামে হাসবে না সবি তা।
ছড়া তাই লেখনির রাজা যে
খুব বেশি তাজা যে,
কৌশলে হয় তাকে বাজাতে
ছড়াকার-ই পারে ছড়া সাজাতে।