মুজিব মানে এক তর্জনীর শক্তি
মুজিব মানে স্বাধীন বাংলাদেশের স্থপতি
মুজিব মানে সর্বকালের সর্বশেষ্ঠ কবি
মুজিব মানে টুঙ্গিপাড়ার সেই দয়ালু বালকটি।
মুজিবের এক তর্জনীর উপর ভর করে এসেছে স্বাধীনতা তাইতো মুজিব এই জাতির পিতা।
বঙ্গের বন্ধু সেদিন রেসকোর্সে ডাক দিয়েছিলেন যুদ্ধের,ঘোষনা দিয়েছিলেন স্বাধীনতা।
সেদিন জাতির পিতার সেই তর্জনীর উপর ভর করেই ত্রিশ লক্ষ প্রাণ বিসর্জন দিয়ে আনে স্বাধীনতা।
একটি তর্জনীকে সেদিন ভয় পেয়ে পাক রাক্ষসেরা হটেছিলো পিছু।
সেই তর্জনীর শক্তিতে বুকের ধন একমাত্র ছেলেকে মৃত্যুর মুখে দিয়েছিলো বাংলার মা।
এক তর্জনীর জন্যই রাক্ষসের কবল থেকে মুক্ত হয় বাংলা মা।
মুজিব তোমার ঋণ বাংলা ভুলবেনা,যতদিন থাকবে বাংলা ততদিন থাকবে তোমার তর্জনীর মহিমা।