পলকহীন দু নয়নে দেখিতে পারিনি তোমায়- চোখের পলক পড়িয়া গিয়াছে বারবার!
বারংবার দৃষ্টি নিক্ষেপ করিতে পারিনি তোমায়, পাছে লোকে কিছু বলার ভয়ে!
আড় চোখে শুধু একবার,শুধু একবার চোখে চোখ পড়েছে আমার,
আমি মূর্তি হয়ে গেছি!
আমার দেখা কাহার সহিত তুলনা করিবো তোমার?
তাতে তোমার রূপের জোয়ারে ভাটা পড়িবে।
গোলাপের রূপ আমি দেখিয়াছি,পারিজাতের রূপ উপলব্ধি করিয়াছি,
কিন্তু এরূপের কোন তুলোনা হয় না!
এক পলকের একটি দেখায় তোমার রূপের বর্ণনা কবিরা দিতে পারে,
আমি ভাষাহীন!
তোমার ঐ চুল,তোমার ঐ ঠোট, তোমার ঐ চোখ আমাকে সত্যি সত্যিই আনমনা করিয়া দিল!
এটা এক পলকের দেখা।
বিস্তর দেখিনি তোমায়,
তথাপিও যেটুকু দেখিয়াছি,
তাহাতে এই অন্দর মহলের দরজা আর বন্ধ হইবে না।
মন বলে আবার দেখিবো তোমায়,,,,
চায়ের টেবিলে অথবা কোন কফিশপে,
আমি দু নয়ন মেলিয়া রহিলাম!
তুমি আসিবে।