Home / কবিতা / হাবিবুর রহমানের কবিতা

হাবিবুর রহমানের কবিতা

পাষানী

হালকা হাওয়ায় সাজনে ডগাটা দুলছিলো
জোসনার আলোয় পৃথিবীটা হাসছিলো।
তখন জেগেছিলো পাখি,
জেগেছিলো দুজনার আঁখি।
পুকুরের কিনারায় বসে কোলেতে রেখে মাথা,
বলেছিলাম সেদিন শুধু ভালবাসার কথা।
দুরদুর করেছিলো বুক,
সে যে কত আনন্দ কত সুখ।
সুবর্না’র হাসির ঝলক হৃদয়কে রাঙ্গায়
না দেখলে একদিন অন্তর ভাঙ্গে বেদনায়।
কত যে স্বপ্ন কত যে আশা,
বাধবো একদিন সুখের বাসা।
হঠাৎ হৃদয় আকাশে দেখা দিল মেঘ
ভেঙ্গে গেল সবকিছু ঝড়ো হাওয়ার বেগ।
মেয়েটি হারিয়ে গেল ঝরা ফুলের মতো
ভুল কি ছিল আমার? ভাবি অবিরত।
হারালো সজিবতা দুচোখে ঝরলো পানি,
ভালবাসার কবর দিলো সুবর্না’ পাষানী।

Hits: 3

About সাহিত্যপুরী

Check Also

Kobita

একগুচ্ছ  ভালোবাসার কবিতা ।। গীতা রায়

কবি গীতা রায়ের সেরা ভালোবাসার পঞ্চ কবিতা। জীবনযুদ্ধে ভালোবাসায় প্রাপ্তি, মান-অভিমান, বিচ্ছেদ ও  বিরহ-ব্যাথার অনবদ্য …

%d bloggers like this: