Home / কবিতা / হেমন্তের ঘ্রাণ ।। সুধাংশু চক্রবর্ত্তী

হেমন্তের ঘ্রাণ ।। সুধাংশু চক্রবর্ত্তী

সুরঞ্জনা, এখনো কেন ফিরে এলে না তুমি
সুনীল আকাশ কালো মেঘে গেছে ঢেকে
বুকে নিয়ে ঝড়ের আভাস
ফিরে এসো, ভুলে যাও তাকে ।

সোনালী ফসলে ভরা ওই মাঠে
হেমন্তের শিশির ভেজা ঘাসে
ফিরে এসে বসো, আগের মতো
যত না-বলা কথা বলো হেসে হেসে ।

দূরে সরে থেকে কি লাভ ? কার লাভ ?
বিষাদের ঢেউ ঠেলে আকাশের তারার আলোকে
জ্যোৎস্নার আলোয় ভেসে যাওয়া রাঙাপথ ধরে
ফিরে এসো, স্পর্শ করো আমাকে ।

সুরঞ্জনা,
এখনো কেন ফিরে এলে না
আশার পরতে পরতে ছলনা
প্রতীক্ষার অক্লান্ত কামনা
আর নয়, ফিরে এসো সুরঞ্জনা ।

Hits: 22

About সাহিত্যপুরী

Check Also

Kobita

একগুচ্ছ  ভালোবাসার কবিতা ।। গীতা রায়

কবি গীতা রায়ের সেরা ভালোবাসার পঞ্চ কবিতা। জীবনযুদ্ধে ভালোবাসায় প্রাপ্তি, মান-অভিমান, বিচ্ছেদ ও  বিরহ-ব্যাথার অনবদ্য …

%d bloggers like this: