Home / কবিতা / বিজয় দিবসের কবিতা

বিজয় দিবসের কবিতা

কবি এ কে রাসেলের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুটি কবিতা।

স্বাধীনতার প্রত্যাবর্তন

অতঃপর… তুমি এসেছো
হৃদয়ের দগদগে ক্ষত ছুঁয়ে দিয়ে,
লাশের স্তুপে পা রেখে
দৃপ্ত পদচ্ছাপে তুমি এসেছো
গোলাপের পাপড়ি শুকানো বেলায়…
তুমি এসেছো অশ্রু মুছে দিতে
বীরাঙ্গনার উদোম দেহ ঢেকে দিতে,
কৃষাণের মাঠে সবুজের সমারোহে।
তুমি এসেছো উচ্ছল কিশোরীর নূপুরের ছন্দে
রাখালের বাঁশির সুরে সুরে
নবজাতকের কোমল হাসি মুখে
আহত যোদ্ধার নিদারুণ যন্ত্রণায়
শহীদী আত্মার বিনম্র শ্রদ্ধায়
তুমি এসেছো স্মৃতির জলসায়,
প্রভাতের ফুলে, নতুন স্বপ্নের টানে…
সোনার বাংলার আবহসংগীতে…
মর্টার গ্রেনেড স্টেনগান কাটা রাইফেল
প্রতিহত করে,
লুণ্ঠিত অধিকার ফিরিয়ে দিতে তুমি এসেছো।
তুমি এসেছো পতাকার খুঁটি ধরে চেয়ে থাকা
বঙ্গ জননীর কোলে, ইতিহাস নিয়ে
হে আমার প্রিয় স্বাধীনতা…
কত রক্তগঙ্গার বিনিময়ে তুমি এসেছো এ বাংলায়।আবার জাগতে হবে

আমি আবার রক্তাক্ত হবো
রক্ত মাখবো আদুল গায়!
সূর্যসেন হতে নূর হোসেন
আমার জেগে ওঠা-রক্তের প্রতিটা ফোটায়।
.
বিদ্রোহী সাজে আমি দাবানল বলছি–
অন্যায় পথ মাড়িও না আর,
নিষিদ্ধ ফুলে সাজিওনা অর্ঘ
পূজা দিওনা নষ্ট দেবতার।

সাম্প্রদায়িকতার বিষফুলে
আশা করনা আর অমৃত ফল,
জেগেছে বাঙালি, জেগেছে মানবতা
মননে একাত্তর — ফোটাতে শতদল।

আমার স্বাধীন সার্বভৌমত্বে
আমি আবার রক্তাক্ত হবো–
বৈষম্যহীন অধিকার ফিরে পেতে
আবারও যোদ্ধা হবো।

আবারও ধ্বংসে,নষ্ট চেতনায়
যদি কাঁদে মা মাটি দেশ- বাঁধে রণ
তবে যুগে যুগে আসবে বাংলায়
হাজারও সূর্যসেন

বিজয় দিবসের বিশেষ সংখ্যা

আরও পড়তে পারেন বিজয় দিবসের কবিতা রণাঙ্গন থেকে বলছি

Hits: 150

About সাহিত্যপুরী

Check Also

Kobita

একগুচ্ছ  ভালোবাসার কবিতা ।। গীতা রায়

কবি গীতা রায়ের সেরা ভালোবাসার পঞ্চ কবিতা। জীবনযুদ্ধে ভালোবাসায় প্রাপ্তি, মান-অভিমান, বিচ্ছেদ ও  বিরহ-ব্যাথার অনবদ্য …

%d bloggers like this: