ছড়াকে তো কতভাবে দেখা যায়
খুশিমত লেখা যায়,
তাই একে হেয় ভেবে ঠেকা দায়
সকলের ঊর্ধ্বে সে একা ধায়।
ছড়া লিখে ছড়াকার হারে না
যদি ছড়া গতিশীল,
শব্দেরও অতি মিল
এই...
পিচ্চি ছড়া
একটা ছড়া ইয়াব্বড়, একটা ছড়া মাঝারি;
একটা ছড়া দিলখোলা আর একটা ছড়া বাজারি।
একটা ছড়া শান্ত ভীষণ একটা ছড়া দুষ্ট;
একটা ছড়া রোগা আবার একটা ছড়া...